স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ বিএনপি মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড বিএনপির আব্দুস ছামাদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান মাসুক, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খান ও মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, দুলাল মিয়া, শানু মিয়া, সফিকুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশে-বিদেশে যড়যন্ত্র করে যাচ্ছে। এই যড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।