স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় নতুন ৪টি ফগার মেশিন কেনার পর শুরু হয়েছে মশক নিধন অভিযান। বৃহস্পতিবার ৯নং ওয়ার্ড হতে এই অভিযান শুরু হয়। অভিযানের শুরুতে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী অভিযানে দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেন। তিনি বলেন প্রতিটি ওয়ার্ডে ব্যাপকভাবে মশার ঔষধ ছিটিয়ে অভিযানে সফলতা নিয়ে আসতে হবে। তিনি আন্তরিকভাবে মশক নিধন অভিযানে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার ফগার মেশিনে ত্রুটি থাকায় কিছুদিন যাবত মশার ঔষধ ছিটানো বন্ধ ছিল। পৌর এলাকায় মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান জরুরী ভিত্তিতে ৪টি ফগার মেশিন কেনার নির্দেশ দেন। সে অনুযায়ী নতুন ফগার মেশিনের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক মশক নিধন অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানো হবে।