বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‌্যালি
স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে বিশাল বর্ণাঢ্য র‌্যালি করেছে জেলা বিএনপি। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে র‌্যালিটি শুরু করে সারা শহর প্রদক্ষিণ করে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই র‌্যালিতে হাজার হাজার মানুষ ব্যানার, ফেস্টুন ও ব্যান্ডপার্টি নিয়ে অংশগ্রহন করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছ র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিতে অংশ গ্রহন করতে বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে পৌরসভা মাঠে সমবেত হয়। সারা শহরই যেন মিছিলের নগরীতে পরিণত হয়।
এর আগে পৌরসভার মাঠে র‌্যালি শুরুর প্রাক্কালে বক্তৃতাকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, বিএনপি অত্যন্ত সুসংগঠিত একটি দল। বিএনপিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বিএনপির প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, জেলে ছিলাম। বিএনপিকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। আন্দোলনে বিএনপি সফল হয়েছে, রাষ্ট্র পরিচালনায়ও বিএনপি সফল ছিল। এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। তাই ৭ নভেম্বরের চেতনায় আমাদের উদ্বুদ্ধ হয়ে এ দেশের স্বার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। মনে রাখতে হবে ঐক্যের কোন বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। হাজার হাজার মানুষের উপস্থিতিতে একেকটি সভাই প্রমাণ করে হবিগঞ্জ জেলায় বিএনপি কত শক্তিশালী। আজ আবারও সেটি প্রমাণিত হয়েছে।
র‌্যালিতে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, এম জি মোহিত, গিরেন্দ্র চন্দ্র রায়সহ হাজার হাজার নেতাকর্মী।
র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, শামছুল ইসলাম মতিন, অ্যাডভোকেট আফজাল হোসেন ও হাবিবুর রহমান প্রমুখ। হবিগঞ্জ পৌর বিএনপি ঃ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, মোর্তুজা আহমেদ রিপন প্রমুখ। শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি ঃ শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছমির আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাকিম প্রমুখ। শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি ঃ শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সিনিয়র সহ সভাপতি ফজলুল করিম মেম্বার, সাধারণ সম্পাদক আবু তাহের, ফারুক মেম্বার, আব্বাস উদ্দিন প্রমুখ। লাখাই উপজেলা বিএনপি ঃ লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ প্রমুখ। বানিয়াচং উপজেলা বিএনপি ঃ বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মাহরুফ আহমেদ, সাধারণ সম্পাদক নকীব ফজলে রকিব মাখন, মোস্তফা আল হাদি, খালেদ মিয়া প্রমুখ। নবীগঞ্জ উপজেলা বিএনপি ঃ নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী, মজিদুর রহমান মজিদ, শাহ মোস্তাকিন প্রমুখ। নবীগঞ্জ পৌর বিএনপি ঃ নবীগঞ্জ পৌর বিএনপি নেতা নুরুল আমিন, আনোয়ার হোসেন মিঠু, অরিবিন্দু রায় প্রমুখ। বাহুবল উপজেলা বিএনপি ঃ বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ তুষার, সাধারণ সম্পাদক শামছুল আলম, সহ সভাপতি হাফেজ আব্দুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই শিবলু প্রমুখ। চুনারুঘাট উপজেলা বিএনপি ঃ চুনারুঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, জমরুত আলী, আব্দুর রহিম শ্যামল প্রমুখ। চুনারুঘাট পৌর বিএনপি ঃ চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি হোসেন আহমেদ রাজন, সিনিয়ির সহ সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক দিদার আলী, সফিকুল ইসলাম, আব্দুর রহমান, মশিউর রহমান টিপু প্রমুখ। আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ঃ আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহক্ষায়ক শামছুল আলম, মোশাররফ হোসেন বাবুল, ইসমাইল হোসেন সরষ, সাজ্জাদুর রহমান, অলিউর রহমান তালুকদার প্রমুখ। আজমিরীগঞ্জ পৌর বিএনপি ঃ আজমিরীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলী আহমেদ জনফুল, সিনিয়র যুগ্ম আহক্ষায়ক খালেদুর রশিদ ঝলক, আব্দুর সাত্তার, শহীদুল ইসলাম প্রমুখ। মাধবপুর উপজেলা বিএনপি ঃ মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, শাহ অলিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ। মাধবপুর পৌর বিএনপি ঃ মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাফ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সহ সভাপতি মাসুকুর রহমান মাসুক, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী পিরোজ মিয়া প্রমুখ। যুবদল ঃ হবিগঞ্জ জেলা যুবদলের আহক্ষায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, মিজানুর রহমান সুমন, এডভোকেট গুলজার খান, মোশাইদ আলম মুরাদ প্রমুখ। শ্রমিকদল ঃ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আনসারী, কুতুব উদ্দিন, আব্দুল খালেক প্রমুখ। মৎস্যজীবি দল ঃ হবিগঞ্জ জেলা মৎস্যজীবি দলের সভাপতি এডভোকেট মুদ্দদ আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আকবর আলী, তাজুল ইসলাম, সাহেব আলী, মিন্টু লাল দাস প্রমুখ। আইনজীবি ফোরাম ঃ আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, এডভোকেট খন্দকার শাহিন, এডভোকেট এ জে জালাল আহমেদ, এডভোকেট আছকিরুজ্জামান প্রমুখ। মহিলা দল ঃ জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নুরজাহান বেগম, আফরোজা চৌধুরী, নাদিরা খানম, আইরিন বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিমু আক্তার চৌধুরী প্রমুখ। স্বেচ্ছাসেবকদল ঃ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক শরীফ, শেখ মুখলিছুর রহমান প্রমুখ। জাসাস ঃ জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, আলী হোসেন সোহাগ, ডাঃ তোফাজ্জুল হক, এমদাদুল হক লিটন, নুর উদ্দিন প্রমুখ। ছাত্রদল ঃ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, সাইফুল ইসলাম রকি, আবিদুর রহমান রাকিব, মোজাক্কির হোসেন ইমন প্রমুখ। কৃষক দল ঃ জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবু ছালেক ও সিরাজুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান, অলিউর রহমান, আরব আলী প্রমুখ। ওলামা দল ঃ ওলামাদল নেতা কবির হোসেন, মাওলানা আব্দুল্লাহ হিল কাফি, মাওলানা নোমান করিম, মাওলানা সাইদুর রহমান। জিসাস ঃ জেলা জিসাসের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আল আমিন চৌধুরী, রিপন মিয়া প্রমুখ। তারেক রহমান পরিষদ ঃ জেলা তারেক পরিষদের সভাপতি জাকির হোসেন রানা, শংকর রায় প্রমুখ।