![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/10/008-3.jpg)
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো শায়েস্তাগঞ্জের মদনপুর গ্রামের কামরুল হাসান জীবন ও চরনুরআহমদ গ্রামের মোঃ জহির আলী (৩০)। বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন থানার ওসি দিলীপ কান্ত নাথ।
এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই মোঃ জহিরুল ইসলাম,এএসআই আল মামুন, এএসআই ইকবালসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com