নিজস্ব প্রতিনিধি ॥ ‘নাটক হোক শৃঙ্খলিত মানুষের মুক্তির গান’ এই শ্লোগানে শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর ৩১ বছর ধরে সুনাম ও সফলতার সহিত নাট্য ও সাংস্কৃতিক আন্দোলন করে যাচ্ছে। সংগঠনটি দেশের গন্ডিপেরিয়ে ২০১৮ সালে আর্ন্তজাতিক পরিমন্ডলে অর্থাৎ ভারতে হাওড়া জেলার বালীতে নাটক প্রদর্শন করে প্রশংসা অর্জন করেছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দেশ মঞ্চে সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আয়োজনে ছিল শিশু-কিশোরদের পরিবেশনা, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, আলোচনা ও জন্মদিনের কেক কাটা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক হারুন সাঁই। সাংস্কৃতিক কর্মী কামরুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, প্রতিষ্ঠাতা সদস্য জিতু আহমেদ মাখন, মোঃ মুখলিছুর রহমান, কিতাব আলী শাহিন ও প্রবাসী স্বজন আবুল কালাম আজাদ প্রমুখ।