নিজস্ব সংবাদদাতা ॥ ‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ব্যাংক প্রাঙ্গনে শাখা ব্যবস্থাপক ও এভিপি আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আবদুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ডাক্তার সামছুর রহমান, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক।
সমাবেশে বক্তাগণ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামি ব্যাংক অচিরেই গ্রাহকদের মন জয় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সমাবেশে বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন নসরতপুর এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মোস্তাক আহমদ।