৩৯ জন অবৈধ দখলদার চিহ্নিত ॥ দ্রুতই শুরু করা হবে উচ্ছেদ অভিযান
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার বিভিন্ন সরকারি খাল ও হাটবাজারের ভূমি অবৈধভাবে দখলদারদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছেন উপজেলা প্রশাসন।
জানা যায়, দীর্ঘদিন ধরে লাখাই উপজেলার বেকীটেকা ব্রিজ থেকে বামৈ তিনপুল পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের সরকারি খাল ও উপজেলার বিভিন্ন হাটবাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থায়ী ভাবে বিভিন্ন স্থাপনা তৈরী করেছেন কতিপয় প্রভাবশালী। এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। উপজেলা ভূমি অফিসের নির্দেশনা অনুযায়ী সরকারি খাল ও উপজেলার বিভিন্ন হাট বাজারে অবৈধ দখলদার কারা তাদের তালিকা প্রণয়ন করতে সরেজমিনে মাঠে নামেন ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারগণ।
এ বিষয়ে লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, ভূমি অফিসের তহশিলদারগণের মাধ্যমে এখন পর্যন্ত ৩৯ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করেছি এবং বাকীদের চিহ্নিত করণের কাজ চলমান রয়েছে।
অবৈধ দখলদারদের বিরুদ্ধে সরকারি জমি উদ্ধারের বিষয়ে কি ধরনের প্রদক্ষেপ গ্রহণ করা হবে জানতে চাইলে তিনি জানান, আমরা সরকারি জমি অবৈধ দখলদারদের তালিকা করে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করার পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে পরবর্তীতে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, ইতিমধ্যে সরকারি খাল ও বিভিন্ন হাটবাজারে সরকারি জমি দখলদারদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এ কার্যক্রম শেষ হলেই জেলা প্রশাসক মহোদয়ের কাছে তালিকা দেয়ার পর জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেই উচ্ছেদ অভিযান শুরু করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com