চুনারুঘাটে সাংবাদিক কল্যাণ সংস্থার সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাসিত সাংবাদিক অলিউল্লাহ নোমান
চুনারুঘাট প্রতিনিধি ॥ শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে ইংল্যান্ডে দীর্ঘ ১২ বছর নির্বাসন কাটানো দেশ বরেণ্য সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমানকে প্রাণঢালা সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থা। শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলা সভাকক্ষে উক্ত সংবর্ধনা ও কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন সামসু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, শানখলা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ স ম কামরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল করিম সরকার, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি রুকন উদ্দিন লস্কর. প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সহ-সভপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, সমকাল প্রতিনিধি নূর উদ্দিন সুমন, সাংবাদিক আবদুল হাই প্রিন্স, অ্যাডভোকেট খলিলুর রহমান, সাংবাদিক মোঃ শাজাহান মিয়া, সাজিদুল ইসলাম, জসিম মিয়া, নোমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, দৈনিক আমার দেশ এর বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের কৃতি সন্তান। তিনি প্রায় এক যুগ আগে সরকারের রোষানলে পড়ে দেশ ত্যাগ করেন। একযুগ পর তিনি দেশে ফিরলে সাংবাদিকরা তাঁকে সংবর্ধনা প্রদান করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অলিউল্লাহ নোমান বলেন, আমরা ১৫ বছরে সম্মিলিত যে সংগ্রাম করেছি, তা অন্য কেউ করতে পারেনি, আমরা সংগ্রাম করতে গিয়ে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করার আহবান জানিয়ে অলিউল্লাহ নোমান বলেন- হাসিনার আমলে এক ব্যক্তির হাতে সব ছিল, এক ব্যক্তির কথায় সবকিছু চলতো, আইন বিভাগ বিচার বিভাগসহ সমস্ত কিছু ছিল এক ব্যক্তির হাতে। তার ইচ্ছামতো রায় হতো। এক ব্যক্তির ইচ্ছামতো সংসদ সদস্য হতেন, তার নেতারা বলতেন, মাননীয় প্রধানমন্ত্রী এটি চেয়েছেন, এটি তার ইচ্ছা এটি এভাবে হবে, সেটি এভাবে হবে। এক ব্যক্তির ইচ্ছা ছাড়া দেশে কোন কিছু হতো না। আজ ছাত্রজনতার গণবিপ্লবের মাধ্যমে আমরা মুক্ত হয়েছি।