জাবেদ তালুকদার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। হাজারো ছাত্র-জনতার অংশগ্রহণে গতকাল বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবীগঞ্জ শহরে এ কর্মসূচী পালন করা হয়। এসময় প্রায় দেড় ঘন্টা প্রধান সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। তবে কর্মসূচী শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
গতকাল বেলা দেড়টা থেকে শহরের মধ্যবাজারস্থ জে.কে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে জে.কে স্কুল থেকে মিছিল নিয়ে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের গাজির টেক পয়েন্টে প্রায় দেড় ঘন্টা অবস্থান করেন তারা। বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী শেষ করে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে মিছিল নিয়ে আবার জে.কে স্কুল প্রাঙ্গণে ফিরে যান শিক্ষার্থীরা। সেখানে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, শিক্ষক, কৃষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এসময় ‘জেগেছে রে জেগেছে, ছাত্র-জনতা জেগেছে’, ‘আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানের পাশাপাশি দেশাত্ববোধক বিভিন্ন গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।