স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ ও পথচারীরা বেওয়ারিশ কুকুরের ভয়ে রাস্তায় চলাচল করতে গিয়ে ভীতসন্ত্রস্ত। ভাদ্র ও শ্রাবণ মাসে কুকুরের উপদ্রব বৃদ্ধি পায়। প্রতি বছরই বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেলে পৌরসভার পক্ষ হতে ওইসব বেওয়ারিশ কুকুরকে আটক করে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তবে দীর্ঘদিন ধরে ভ্যাকসিন প্রয়োগ না করায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হওয়ার শঙ্কায় রয়েছেন সাধারণ পৌর নাগরিকগণ।
সরজমিনে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাপসাতাল, সবুজবাগ, চৌধুরী বাজার খোয়াইমুখ, শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকায় দল বেঁধে বেওয়ারিশ কুকুরকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। এ অবস্থায় হবিগঞ্জ পৌরবাসী এ ব্যাপারে পৌরসভার হস্তক্ষেপ কামনা করেছেন।