সুমন আহমেদ বিজয় ॥ সরকারী নির্দেশনা অমান্য করেই চলছে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। ব্যাহত হচ্ছে ইউনিয়ন পর্যায়ে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সেবা। সরকারী নির্দেশনা অমান্য করেই যে যার মত করে কমিউনিটি ক্লিনিকে হাজির হচ্ছেন। যেন দেখার কেউ নেই।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যে প্রাণপণ চেষ্টা করছে তা বিফলে যাচ্ছে ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের কিছু সংখ্যক দায়িত্বপ্রাপ্তদের কারণে।
৩ জুলাই বুধবার সকাল ১০ টা ১৫ মিনিটে সাতাউক কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে গিয়ে দেখা যায় কমিউনিটি ক্লিনিকের দরজায় তালা। সাতাউক কমিউনিটি ক্লিনিকের ঈঐঈচ (কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার) জান্নাতুল মাউয়া জানান আজকে আসতে কিছুটা দেরি হয়েছে, আমি নিয়মিত সঠিক সময়ে ক্লিনিকে আসি।
লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী সামছুল আরেফিন জানান- আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি এবং তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।