![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/06/004-3.jpg)
লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে অস্বচ্ছল লোকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দেশ বরেণ্য দুই গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল জেলা সদরের সেন্ট্রাল ক্রিয়েটিভ স্কুল ও ফুড ভিলেজ রেস্টুরেন্টে পৃথকভাবে এ দুটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
ঔষধ উৎপাদন, বিপণন ও জাতীয় অর্থনীতিতে বৃহত্তর অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরষ্কার” লাভ করায় ডীপলেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাবিবুর রহমান পিএমজেএফ ও পরিচালক লায়ন শাহেনা রহমান এমজেএফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে ফুডভিলেজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২২০টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান সেন্ট্রাল ক্রিয়েটিভ স্কুলে সফলভাবে সমাপ্ত হয়েছে।
উভয় অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন মোঃ মর্তুজা হাসানের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারী লায়ন অমিয় চন্দ্র রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ বাংলাদেশ এর লায়ন হাবিবুর রহমান নান্নু, পিএমজেএফ, পিডিজি, লায়ন শাহেনা রহমান, এমজেএফ, পিডিজি, লায়ন শরীফ আলী খান এমজেএফ, আইপিডিজি, লায়ন ড. একেএম সারোয়ার জাহান জামিল এমজেএফ, পাস্ট ভাইস ডিজি (ইলেক্ট), লায়ন রোজিনা শাহিন মুনা, লেডি প্রথম ভিডিজি, লায়ন ড. খন্দকার মাজহারুল আনোয়ার, এমজেএফ, সেকেন্ড ভাইস ডিজি (ইলেক্ট), লায়ন মীর শফিকুল আলম কনক এমজেএফ, লায়ন ফিরোজ আহমেদ, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এসএম বজলুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এসএম আলী আজগর, পাস্ট প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মনসুর রশিদ কাজল, পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব মোজাহিদ হোসেন চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট মোঃ আব্দুল আউয়াল, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, আইডিইবি হবিগঞ্জের সভাপতি লায়ন প্রকৌশলী প্রদীপ কান্তি রায়, প্রকৌশলী লায়ন মোঃ খালেদ গনি, আইএফআইসি ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক লায়ন আব্দুল কাইয়ুম চৌধুরী, ব্যাংকার লায়ন রেজাউল করিম, লায়ন মোঃ জালাল উদ্দিন, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাশ, লায়ন সৈয়দ আমিনুল হাসান, লায়ন সুনীল দাশ, লায়ন বিশ্বজিৎ বণিক চন্দন, লায়ন রাম বণিক, বানিয়াচং উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোঃ নাজমুল হক, লায়ন অক্ষয় রায়, লায়ন মোঃ রাজু মিয়া, লায়ন মহিবুর রহমান টিপু, লায়ন মোঃ শেখ সেলিম, লায়ন মোঃ উবায়দুল হক জুয়েল প্রমুখ। বিজ্ঞপ্তি