বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৭ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নয়া এডহক কমিটির অনুমোদন দিয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত এক পত্রে গত ৩ জুন হবিগঞ্জের জেলা প্রশাসককে আহবায়ক ও জেলা কালচারাল অফিসার হবিগঞ্জকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্রের আলোকে জেলা প্রশাসক মনোনীত প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ মনোনীত সদস্য হিসেবে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন মেয়র ও সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য বাদল কুমার রায় এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিনকে এডহক কমিটির সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি