![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/06/009-juwel-habiganj-lakai-nihoto.jpg)
নিতেশ দেব ॥ লাখাইয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় আইকুল ইসলাম (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকালে উপজেলার মোড়াকরি টু হবিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইকুল ইসলাম উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আলীর ছেলে এবং মোড়াকরির জামিয়া রশিদীয়া মাদ্রাসার হেফজ খানার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আইকুল ইসলাম মোড়াকরি তার নানার বাড়িতে থেকে পড়াশুনা করতো। প্রতিদিনের ন্যায় মাদ্রাসা ছুটি হলে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ডভ্যানকটি আটক করা হয়েছে।