![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/06/004-Abdul-Hye.jpg)
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপি সদস্য মান্দারকান্দি গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল হাই শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ গতকাল শনিবার বিকেল ৪ টা ৪০ মিনিটে মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশ নেন নবীগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একে এম নুর উদ্দিন চৌধুরী বুলবুল ও অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, আলমগীর চৌধুরী সালমান সহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, মুরুব্বী, যুব সমাজসহ এলাকার সর্বস্তরের লোকজন।