শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ অনুপুষ্টি

স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার (১ জুন) হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৫১ হাজার ৮৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সকল উপজেলা ও পৌরসভায় এ ক্যাপসুল খাওয়ানো হবে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ নূরুল হক জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ২৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১০ হাজার ৮৪৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৮৮৬টি স্থায়ী ইপিআই কেন্দ্রে ক্যাম্পেইন সফলের জন্য মাঠে থাকবেন স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী ২৬৬ জন, পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ৪৭৭ জন, সিএইচসিপির ২১৫ জন এবং স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন ৩ হাজার ৭৭০ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ভিটামিন এ এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোফথ্যালমিয়ার মতো রোগ হতে পারে যাতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। এছাড়া ভিটামিন এ এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়, রক্ত স্বল্পতা দেখা দেয় ও ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়। ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। এ ক্যাপসুল ভরাপেটে খাওয়ানো ভালো। তবে ৬ মাসের কম বয়সী শিশু ও ৫ বছরের বেশি বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো যাবে না। তাছাড়া ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে এমন শিশুকেও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো যাবে না। অসুস্থ বা কান্নারত অবস্থায় কিংবা জোর করে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ভিটামিন এ ক্যাপসুলের মুখ কাচি দিয়ে কেটে ক্যাপসুলের ভেতরের তরল ভিটামিন এ শিশুকে খাওয়াতে হবে। কোন অবস্থাতেই শিশুকে আস্ত বা খোসাসহ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।