স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের মেহেরপুর গ্রামের রাস্তায় টয়লেট নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, মেহেরপুর গ্রামের রাস্তা থেকে শাহজাহান মিয়া গংদের বাড়ির উত্তর দিকে সরকারি খালের পাড় দিয়ে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী বাড়ির সেলিম মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছে। সেলিম গং রাস্তার মুখে জোরপূর্বক টয়লেট নির্মাণ করে রেখেছেন। এতে শাহজাহান মিয়ার পরিবারসহ কয়েকটি পরিবারের লোকজনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ বিষয়টি শাহজাহান মিয়া গং স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ মাধবপুর থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে তারা সেলিম মিয়া গংদের রাস্তা থেকে টয়লেট ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। এ প্রেক্ষিতে সেলিম গং রাস্তা থেকে টয়লেট ভেঙ্গে সরিয়ে নেয়। সম্প্রতি রাস্তাটি সংস্কারে ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ দেয়া হয়। এ খবর শুনে রাস্তায় আবারও জোরপূর্বক টয়লেট নির্মাণ করেন সেলিম মিয়া গং। এতে শাহজাহান মিয়া গং বাধা দিলে সেলিম মিয়া তার লোকজন নিয়ে তাদের উপর হামলা চালান। এতে শাহজাহান মিয়ার পক্ষের ১২ জন আহত হন। পরবর্তীতে এ ঘটনায় শাহজাহান মিয়া বাদী হয়ে সেলিম মিয়াকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। শাহজাহান মিয়া জানান, দীর্ঘদিন ধরে সেলিম গং আমাদের চলাচলের রাস্তার মুখে জোরপূর্বক টয়লেট নির্মাণ করে রেখেছেন। এর ফলে আমাদের চলাচল করতে অসুবিধা হচ্ছে। বলতে গেলে আমরা রাস্তাটি দিয়ে এখন চলাচলই করতে পারছি না। আমরা রাস্তাটি উন্মুক্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি এবং আমাদের উপরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম খাঁন জানান, ঘটনাটি আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।