স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৃষ্টি হলেই বিদ্যুৎ উধাও হয়ে যায়। শহরবাসীকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুতবিহীন থাকতে হয়। এ চিত্র নিত্য দিনের। বিদ্যুৎ না থাকার কারণ জানতে বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট শাখায় ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেন না। বার বার চেষ্টার পর কোনো সময় যদিও ফোন রিসিভ করেন, তখন ওপার থেকে বলা হয় শাহজীবাজারে ৩৩ কেভিতে সমস্যা হয়েছে। মেইন তারে গাছ পড়েছে, সময় লাগবে।
গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ হবিগঞ্জে দমকা হাওয়ার সাথে হালকা ঝড়-বৃষ্টি শুরু হয়। তাৎক্ষণিক বিদ্যুৎ চলে যায়। ৫ মিনিট পর বৃষ্টি থেমে গেলেও ৫ ঘন্টার মধ্যেও দেখা মিলেনি বিদ্যুতের। অবশেষে রাত ১১ টার দিকে শহরে কোন কোন এলাকায় বিদ্যুৎ আসে। আবার কোনো কোনো এলাকায় বিদ্যুৎ আসে তারও অনেক পরে। গতকাল রবিবার শহরের রাজনগর এতিমখানা সড়ক, শায়েস্তানগর ঈদগাহসহ বিভিন্ন এলাকা কয়েক ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল। ফলে ওইসব এলাকার গ্রাহকদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com