স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেট বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিব।
হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম (আনারস), মশিউর রহমান শামিম (কাপ পিরিচ), মহিবুল ইসলাম শাহিন (মোটরসাইকেল), চৌধুরী নিয়াজ মাহমুদ (দোয়াত কলম), মোঃ ওয়াসিম উদ্দিন (ঘোড়া), সৈয়দ আশিকুর রহমান (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল (টিউবওয়েল), আব্দুর রহমান সেলিম (টিয়া পাখি), কাজল আহমেদ (বই), কাজী মাওলানা আব্দুল কাইয়ূম (বৈদ্যুতিক বাল্ব), মোহাম্মদ শহিদুজ্জামান (গ্যাসসিলিন্ডার), নুরুল হক টিপু (চশমা), মোঃ মামুন মিয়া (পালকি), মোঃ সারোয়ার হোসেন (উড়োজাহাজ), সোহাগ চৌধুরী (তালা), সাহেল আহমেদ চৌধুরী (মাইক) প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম (ফুটবল), সৈয়দা শরিফা আক্তার কুমকুম (কলস), নুরুন্নাহার (হাঁস) ও আয়েশা খানম রানী (প্রজাপতি) প্রতীক পেয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৯ মে রোজ বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।