নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৫টি গুরুত্বপূর্ণ সড়ক মেরামত করতে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের মন্ত্রী তাজুল ইসলাম বরাবর ডিও লেটার প্রদান করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। চিঠিতে এলজিইডির আওতাধীন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ (কাজির কাজার)-কাদিরগঞ্জ ২৩.৭৫ কিলোমিটার, নবীগঞ্জ-রুদ্রগ্রাম রোড ১০.০৪ কিলোমিটার, পানিউমদা বাজার-কদমতলী (সমশেরগঞ্জ) রোড ৪.২২৫ কিলোমিটার, আউশকান্দি-নিলাম বাজার-করিমপুর রোড ৩.৩ কিলোমিটার, সৈয়দপুর ইনাতগঞ্জ রোড-দীঘলবাক বাজার রোড ৪ কিলোমিটার, ইনাতগঞ্জ (নাদামপুর)-কুর্শি রোড ১০.২৪ কিলোমিটার, সৈয়দপুর-ইনাতগঞ্জ রোড ২.৬৮ কিলোমিটার, নবীগঞ্জ কলেজ-পাঞ্জারাই-ফার্মগঞ্জ বাজার ৫.০৬ কিলোমিটার, গয়াহরি-দত্তগ্রাম রোড ২.৬৯ কিলোমিটার, মাধবপুর-হরিনগর রোড ১ কিলোমিটার, মডেল বাজার-কাটারাই রোড ৩ কিলোমিটার, বাংলা বাজার-বাউসা বাজার ৩.১২৫ কিলোমিটার, ঘাটের বাজার-গজনাইপুর ইউনিয়ন অফিস ২.৯ কিলোমিটার, ভানুদেব-কালাভরপুর রোড ৩ কিলোমিটার, জয়নগর আশ্রয় কেন্দ্র-সুজাপুর রোড ২.৫ কিলোমিটার রাস্তাগুলোর বেহাল অবস্থার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি রাস্তাগুলো দ্রুত সংস্কার করতে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের মন্ত্রী তাজুল ইসলাম বরাবর ডিও লেটার প্রদান করেন।
সরেজমিনে দেখা যায়, রাস্তাগুলোতে ছোট-বড় খানাখন্দের জন্য মরণফাঁদ তৈরি হয়েছে। রাস্তাগুলো দিয়ে প্রতিদিন উপজেলার হাজার হাজার যাত্রিবাহী গাড়ি ও অসংখ্য পণ্যবাহী যানবাহন এবং পথচারী চলাচল করেন। বেহাল রাস্তার কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। প্রতিনিয়ত ছোটখাট দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।