স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ’৭১ এর শান্তি কমিটির চেয়ারম্যান সৈয়দ আব্দুল আউয়ালের নামে দুইটি রাস্তার নামকরণ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিরামচর গ্রামবাসী। মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর দৃষ্টি আকর্ষণ করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে পৌরসভার বিরামচর গ্রামবাসী। সৈয়দ মোস্তাক আহমেদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন, বিরামচর গ্রামের সৈয়দ ফয়সল, মন্নাফ ভান্ডারী, লুকুজ মিয়া প্রমুখ।
বক্তারা শান্তি কমিটির চেয়ারম্যান সৈয়দ আব্দুল আউয়ালের নামে শায়েস্তাগঞ্জ পৌরসভার দুইটি রাস্তা নামকরণ বাতিলের দাবি জানান। পাশাপাশি বিরামচর গ্রামে শায়িত হযরত সৈয়দ মধু মিয়া (রহঃ) এর নামে নামকরণের জন্য প্রস্তাব করেন।