নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরিফের ৭০৩তম বার্ষিক ওরস ১৪ জানুয়ারি রবিবার থেকে শুরু হচ্ছে। ওরসের প্রথমদিনই লাখো মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা আয়োজক কমিটির। ওরস উপলক্ষে দরগাহ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা দৃষ্টিনন্দন রূপে সাজানো হচ্ছে। ওরসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সঙ্গে আনসার-গ্রামপুলিশ এক হয়ে কাজ করবে। ৩ দিনব্যাপী ওরস উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। ১৬ জানুয়ারি রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে। মুড়ারবন্দ দরবার শরিফের মোতাওয়াল্লি আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি চিশতি) জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে ওরস মোবারক শুরু হবে এবং শান্তিপূর্ণভাবেই শেষ হবে।