স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের বেতন ভাতা সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
জানা যায়, অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন কর্তব্যে অবহেলার মাধ্যমে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী লাইব্রেরীয়ান মোঃ আবদুল জলিলের উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদন গ্রহণে বারবার অনীহা প্রকাশ করেন। অধ্যক্ষ একটি ফৌজদারি মামলার দন্ডপ্রাপ্ত আসামি হয়েও দুর্নীতির আশ্রয় নিয়ে তা গোপন করে প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা উত্তোলন করেছেন। মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ মর্মে গত বছরের ৪ জুন অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এ প্রেক্ষিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তর বরাবরে মোঃ সাহাবুদ্দিন লিখিত জবাব দাখিল করেন। লিখিত জবাব অস্পষ্ট ও বিধিসম্মত না হওয়ায় গত বছরের ২৬ জুন ব্যক্তিগত শুনানীর নির্দেশ দেয়া হয়। অবশেষে ২৬ ডিসেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর ১৮গ ধারা মোতাবেক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন (ইনডেক্স-ঝ৩২১৬৫০) বরাবরে কেন বেতন ভাতা স্থগিত করা হবে না মর্মে চুড়ান্ত অবহিতকরণ পত্র প্রেরণ করা হয়েছে।