কাজী মাহমুদুল হক সুজন ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ সৈয়দ সায়েদুল হক সুমনের সহধর্মিণী শাম্মী আক্তার ও তার পরিবারের লোকজন মাঠে নেমেছেন। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের সাত্তালিয়া, রূপসপুর, গাতাখলা গ্রামে তারা জনসংযোগ করেন। এ সময় শাম্মী আক্তার বলেন, আমার স্বামী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন চুনারুঘাট ও মাধবপুর উপজেলার জনগণের প্রয়োজনে নির্বাচনী মাঠে নেমেছেন। আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে ব্যারিস্টার সুমনকে বিজয়ী করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। এ সময় স্থানীয় মুরুব্বী সুরুজ আলী মেম্বার, বিলাল মিয়া, আশিকুর রহমান, এরশাদ হোসেনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com