স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার জালনোটসহ কারিন্দ্র সরকার (৪৫) নামে বানিয়াচংয়ের এক জালনোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে জাল নোট প্রস্তুতকারী চক্রের কতিপয় অসাধু ব্যক্তি জাল টাকাসহ মৌলভীবাজার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান করছে। এমন খবর পেয়ে মঙ্গলবার রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ চক্রের সদস্য কারিন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কারিন্দ্র সরকার বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের ভানেস্বর সরকারের পুত্র।
র্যাব গ্রেফতারকৃত কারিন্দ্র সরকারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত টাকাসহ তাকে থানায় হস্তান্তর করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com