আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে নিষিদ্ধ ইয়াবা সহ রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রুবেল মিয়া বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি (বড় হাটি) গ্রামের ময়না মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বিরাট বড় ব্রীজ থেকে রুবেলকে আটক করে। এ সময় রুবেলের দেহ তল্লাশী করে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানান, আটক রুবেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com