সোয়া ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করলেন এমপি আবু জাহির
নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাইয়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এক হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম। এই খাদ্যগুদামসহ লাখাই উপজেলায় পাঁচ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দুইটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এগুলোর ফলক উন্মোচন শেষে মোনাজাত করেন তিনি।
এমপি আবু জাহিরের প্রচেষ্টায় খাদ্য অধিদপ্তর লাখাই ইউনিয়নের স্বজনগ্রামে খাদ্য গুদাম নির্র্মাণ করেছে। এছাড়া প্রায় ১ কোটি টাকা ব্যয়ে হাজী করিম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এমপি আবু জাহির প্রথমে আনুষ্ঠানিকভাবে এ দুই স্থাপনার উদ্বোধন করেন। পরে তিনি একই ইউনিয়নে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন লাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পৃথক অনুষ্ঠানে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন, খাদ্য গুদামের পরিদর্শক আশীষ কুমার সরকার, সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে এমপি আবু জাহির লাখাই ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে সার্বিকভাবে এগিয়ে নিচ্ছে। উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এখন রুল মডেল। এই ধারা অব্যাহত রাখতে এ সরকারেরই প্রয়োজন। সেজন্য দলকে সুসংগঠিত করে রাখার স্বার্থে আওয়ামী লীগ নেতাকর্মীদের দলীয় আদর্শের ভেতরে থেকে রাজনীতি করতে হবে। এ সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী না হয়ে সকল নেতাকর্মীকে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিতে কাজ করার অনুরোধ জানিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম তালুকদার মাহফুজ ও পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু।