সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার আফজালুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) এ কে এম আব্দুস সাহেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com