স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে কিশোরী ধর্ষণ মামলার আসামী লম্পট মেম্বার শাহাবুদ্দিন আহমেদ এর জামিন নামঞ্জুর করেছেন আদালত। অপরদিকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবে।
সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলার ইটনা থানার শান্তিপুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র, মৃগা ইউনিয়নের মেম্বার শাহাবুদ্দিন গত ১৮ ডিসেম্বর হবিগঞ্জ শহরের উমেদনগর মধ্যহাটি এলাকার ফয়ছল মিয়ার ভাড়াটিয়া বাসার বাসিন্দা মৃত ইউনুস মিয়ার স্ত্রী সুফিয়া বেগমের বাড়ি বেড়াতে আসে। কেউ বাসায় না থাকার সুযোগে রাত ৮টার দিকে সুফিয়ার নাতনি ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করে শাহাবুদ্দিন। এক পর্যায়ে কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এসে শাহাবুদ্দিনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করে। কিশোরীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সুফিয়া বেগম বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা করেন। ১৯ ডিসেম্বর বিকেলে শাহাবুদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তার নিয়োজিত আইনজীবী গত মঙ্গলবার জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। কিশোরীর অবস্থা এখনও আশংকাজনক। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, রহস্য উদঘাটনের জন্য শাহাবুদ্দিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com