চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল ইউনিটি স্পোটিং ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পারকুল গ্রামের বিশিষ্ট মুরুব্বী ইউনুছ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রানীগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান আনিস, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী ও উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, রানীগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফারুক মাহমুদ, সংরক্ষিত মহিলা মেম্বার ফুল বানু, মোঃ শফিক মিয়া, ইকবাল হোসেন সবুজ, নাছিমাবাদ চা বাগান শ্রমিক নেতা মঙ্গল উরাং, প্রেম সিং, রফিক মিয়া, আছমা আক্তার, আঁখি সাংমা, ফারুক মিয়া, বিশিষ্ট মুরুব্বী কছির মিয়া, ছুরত আলী, সোহেল মিয়া, জুয়েল মিয়া, জয়নাল, জাকির প্রমূখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com