এস এম খোকন ॥ বানিয়াচংয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক, উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ জাফর ইকবাল চৌধুরী, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, এসআই আব্দুর রহমান, যুবউন্নয়ন সহকারী মহিউদ্দিন খান, খামারী সেবুল ঠাকুর, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সায়েম হাসান পুলকসহ খামারী ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুবতীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন- এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে যুবকরাই আগে এগিয়ে আসতে হবে। সকল বেকার যুবকদের ট্রেনিংয়ের মাধ্যমে কর্মমূখি করলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com