হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের মূল্যায়ন ও ২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি মোঃ আরব আলী (বি.কম)। সিনিয়র শিক্ষক মুসলিমূল হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন। স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন অনলাইন কার্যক্রমের উপর প্রতিবেদন পেশ ও এস.এস.সি পরীক্ষার্থীদের করণীয় বিষয়ে কিছু প্রস্তাবনা উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি মোঃ বরকত আলী, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারী আব্দুর রহমান, যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ জিতু মিয়া, সাবেক অভিভাবক প্রতিনিধি মোঃ আব্দুল মন্নান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক প্রতিনিধি মোঃ আনোয়ারুল হক, গীতা পাঠ করেন পন্ডিত শিক্ষক কমল চন্দ্র দাস। করোনাকালীন দুর্যোগ সময়ে শিক্ষকগণ শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ইন্টারন্যাশনাল স্কুল এ্যাওয়ার্ড অর্জন, হবিগঞ্জ সদর অনলাইন স্কুলের এডমিন নিযুক্তি ও অনলাইন ক্লাস কার্যক্রমে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণে ৫ম স্থান অর্জনকারী এ্যাওয়াডী মোঃ মুসলিমূল হাসান চৌধুরী, সিনিয়র শিক্ষক (ইংরেজি), অনলাইন মডেল টেস্টে মুখ্য সমন্বয়ক সহকারি শিক্ষক নাসরিন নাহার মুক্তা, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণে ৮ম স্থান অর্জনকারী সহকারি শিক্ষক পিন্টু চন্দ্র শীল, ৬ষ্ঠ স্থান অর্জনকারী সহকারি শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, ১ম স্থান অর্জনকারী সিনিয়র শিক্ষক জেসমীন আক্তার, ২য় স্থান অর্জনকারী প্রধান শিক্ষক কাজী মোঃ কামাল উদ্দিন, ৩য় স্থান অর্জনকারী সহকারি শিক্ষক মোঃ সাহেব আলী, ৪র্থ স্থান অর্জনকারী সিনিয়র শিক্ষক নাজনীন আক্তার, ৭ম স্থান অর্জনকারী কমল চন্দ্র দাস, ৯ম স্থান অর্জনকারী সহকারি প্রধান শিক্ষক কবীর আহমেদ ও ১০ম স্থান অর্জনকারী সহকারি শিক্ষক পীযূষ গোপ মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com