বানিয়াচং প্রতিনিধি ॥ নাগুড়া আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের পাশের জমিতে প্রস্তাবিত কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনের দাবিতে বানিয়াচংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাগুড়া আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের পাশের খাস জমিতে প্রস্তাবিত কৃষি বিশ^দ্যিালয় স্থাপন করা হলে সরকারী খাস জমি ব্যবহার করে যে কোন সময় বিশ^বিদ্যালয় স্থাপন করা যাবে মর্মে বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন করা হচ্ছে। ২৪ অক্টোবর শনিবার বিকাল ৪টায় উপজেলার বড়বাজার শহীদ মিনারের সামনে সচেতন এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান খানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বড়বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, লোকমান মেম্বার, ফারুক মিয়া, গিয়াস উদ্দিন আহমেদ, শেখ আংগুর মিয়া, অলি মিয়া, ফজলু মিয়া, মহিবুর মিয়া, সাকিব শাব্বির, খালেদ মিয়া, ফাহিম খান, আদেল মিয়া, লিটন মিয়া, সাকিল মিয়া, দিলশাদ মিয়া, মোতাব্বির মিয়া, রায়হান মিয়া, শাওন মিয়া, নেরজান উল্লাহ, শাহজাহান মিয়া, আতিকুর রহমান, আলিবুর রহমান, ইলিয়াছ মিয়া প্রমূখ।
মানববন্ধন আয়োজকগণ জানান, জাতীয় সংসদে সদ্য পাশ হওয়া দেশের সপ্তম কৃষি বিশ^বিদ্যালয়টি বানিয়াচং উপজেলার নাগুড়া আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে স্থাপন করার জন্য দাবি ছিল। কিন্তু পাশ হওয়া বিশ^বিদ্যালয় আইনে বিশ^বিদ্যালয়ের অবস্থান হবিগঞ্জ সদর উপজেলাকে চিহ্নিত করায় বানিয়াচংবাসী মর্মাহত হয়েছেন।
বক্তাগণ জানান, বানিয়াচং উপজেলায় স্থাপন করা হলে যে কোন সময় বিশ^বিদ্যালয় চালু করা যাবে। কারণ এখানে অবকাঠামোগত ও ভূমির কোন সমস্যা নাই। এখানে ১শ একর খাস ভূমি সহ বাকী ভূমির সহজলভ্যতার কারণে সরকারের প্রায় হাজার কোটি টাকা বেঁচে যাবে। তাছাড়া হবিগঞ্জ জেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরত্বে ও জেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় এর অবস্থান হবে সবার জন্য সুবিধাজনক।