বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বাহুবল উপজেলার ৫নং লামাতাসি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজীহাটি পূর্ব জামে মসজিদ কমিটি। গতকাল তাঁকে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক চৌধুরী বলেন- বিভিন্ন জনগুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, মসজিদ, মন্দির, রাস্তা, স্কুল-কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠান উন্নয়ন করে যাচ্ছে সরকার। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তরিত করবে সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা জহুরুল ইসলাম, মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, মুস্তফা শাহিদ, শাহ্ জিতু মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ৫নং লামাতাসি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ভাতকাটিয়া ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com