স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পইল সড়কে হেলথ অফিসে নারী কেলেঙ্কারীর মূল নায়ক কাওসার আহমেদকে খুঁজছে পুলিশ। তবে পুলিশের দাবি সে যেখানেই থাকুক অচিরেই ধরা পড়বে। ধরা পড়লে মূল কাহিনী বেরিয়ে আসবে।
গত বুধবার রাত ১২টার দিকে চুনারুঘাট উপজেলার আমতলী গ্রামের মাহিশা আক্তারকে নিয়ে মাহমুদাবাদ এলাকার সিরাজ মিয়ার পুত্র কাওসার মিয়া ও একই এলাকার জাহেদ মিয়া অনৈতিক কাজে লিপ্ত হয়। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে দরজায় তালা ঝুলিয়ে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীকে আটক করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। তবে স্থানীয়রা জানান, মাহমুদাবাদ এলাকার কাওসার ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নারীদের এনে ওই অফিসের পাহারাদারকে ম্যানেজ করে রাতভর আমোদ ফুর্তি করে। এসব অসামাজিক কাজের পাশাপাশি মাদক ও জুয়া খেলা চলে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাহিশাসহ কাওসারের বিরুদ্ধে মামলা করেছে। এসআই পার্থ জানান, শীঘ্রই কাওসারকে আটক করে মূল রহস্য উদঘাটন করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com