![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/05/Suruj_Habiganj-Eid-Pic.jpg)
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে স্বাস্থবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বায়তুল আনাম জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে একযোগে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ২য় নামাজ সকাল ৮টায় ও ৩য় নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। বায়তুল আনাম জামে মসজিদে ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা মুফতি আলমগীর হোসেন সাইফী। এ মসজিদের নামাজে অংশ গ্রহন করেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশা লোকজন অংশ নেন। মাওলানা মুফতি আলমগীর হোসেন সাইফী জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে আমরা ঈদের নামাজ আদায় করেছি। তিনি বলেন-মহান আল্লাহ তালা আমাদের এই মহামারি থেকে রক্ষা করলে আগামীতে ঈদগাহে নামাজ আদায় করবো। এছাড়াও শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে ইমামতি করেন মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী। বানিয়াচং উপজেলার আতুকুড়া জামে মসজিদে ঈদে নামাজে ইমামতি করেন মাওলানা শাহনুর আলম মোজাহেদী। তবে গ্রাম অ লের মসজিদগুলোতে পূর্বে ন্যায় নামাজ আদায় করা হয়। সেখানে কোন ধরণে সামাজিক দুরত্ব মানা হয়নি। নামাজ শেষে মুসল্লীরা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং নিজেদের স্বজনদের জন্য দোয়া প্রার্থনা করেন। এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন স্থানে গরু জবাই করা হয়।