স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতি করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। একই সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ২ নির্বাহী ম্যাজিস্ট্রেটও সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার তাদের প্রথম ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ আসে। তবে তাদের নমুনা আবারও পরিক্ষা করা হবে, সেই পরিক্ষাতেরও যদি করোনা নেগেটিভ আসে তাহলে তাদেরকে পুরোপুরি সুস্থ ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছেুর রহমান উজ্জ্বল।
এর আগে গত ৪ মে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হন। সারাদেশে জেলা প্রশাসকদের মধ্যে তিনিই প্রথম আক্রান্ত হলেন। কোন ধরণের উপসর্গ না থাকায় তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
এছাড়াও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। এ দিকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থেকে আজ আরো ১১ জন সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে সুস্থ হয়েছেন ৩৪ জন। মোট আক্রান্ত ১১৭ জন। এর মাঝে এক শিশু মারা গেছে।