হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে এফএন (ফাতেমা-নুর) ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ৪ শতাধিক শ্রমজীবি কর্মহীন ও অসহায় লোকজনদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রীয় বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের কোর্টস্টেশন এলাকায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউকে প্রবাসী মোহাম্মদ গিয়াস উদ্দিনের বাস ভবনে শতাধিক লোকজনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর পূর্বে আরো ৩ শতাধিক লোকজনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য ও ইফতার সামগ্রীয় বিতরণ করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে ফাউন্ডেশনের মেম্বার আলমগীর কবিরের সভাপতিত্বে এবং সাংবাদিক রহমত আলী পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রভাকরের সম্পাদক এমএ হালিম, আব্দুর রেজ্জাক, জেলা বিএনপি নেতা আব্বাস উদ্দিন, ফারুক আহমেদ, অ্যাডভোকেট আজিজুর রহমান, কামাল সিকদার, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন, সহিবুর রহমান, কাজল সরকার প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন- ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী মোহাম্মদ গিয়াস উদ্দিন লন্ডনে থেকে এদেশের মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াচ্ছেন। এই করোনা পরিস্থিতিতে শ্রমজীবি কর্মহীন ও অসহায়দেরকে তিনি সহযোগিতা করে আসছেন। তার মত সমাজের বিত্তবানদের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বক্তারা আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com