স্টাফ রিপোর্টার ॥ প্রতিদিন অসহায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সরকারি ও ব্যক্তিগত ত্রাণ বিতরণ করছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ পৌর ভবন মাঠে ৮ নং ওয়ার্ডে সরকারি ত্রাণ না পাওয়া শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় মেয়র মিজান বলেন, হবিগঞ্জ পৌরসভা সরকারি ত্রাণ পর্যাক্রমে পেয়ে থাকে, কাজেই আমরা প্রতিটি ওয়ার্ডের চাহিদা অনুযায়ী ত্রাণ একবারে বিতরণ করতে পারি না। তাই আমরা বরাদ্দ অনুযায়ী ত্রাণ বিতরণ করে থাকি। কিন্তু অনেকদিন যাবত কর্মক্ষেত্র বন্ধ থাকায় শ্রমজীবী মানুষেরা অর্থ ও খাদ্য সঙ্কটে আছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তাদের পাশে থাকা আমার দায়িত্ব। আমি হবিগঞ্জ পৌরসভার প্রতিটি এলাকায় খোঁজ নিয়ে ত্রাণ না পাওয়া মানুষদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দিচ্ছি এবং বর্তমান পরিস্থিতি যতদিন থাকবে ততদিন আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই কথাটি বলে বর্তমান করোনা ভাইরাস মোকাবেলায় নিম্ন ও মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।