নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বিহীন হাটবাজার চলছে দেদারছে। নবীগঞ্জ বাজারে আসা একজনের সাথে সাক্ষাতে কথা হলে তিনি বলেন পরিবারের জন্য শাক সবজি, লবণ, তৈল ইত্যাদি নেওয়ার জন্য বাজারে এলাম। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলার এক কামারের দোকানদার দোকান নিয়ে আসে তিনি জানান করোনা ভাইরাস দেশে আসায় আমার দোকানে মালামাল বিক্রি হচ্ছে না সংসার চালাতে কঠিন হয়ে পড়ছি।
অপরদিকে উপজেলার ১৩ টি ইউনিয়নের খোঁজ খবর নিয়ে জানা গেছে, শ্রমজীবী কর্মজীবি, রিক্সাচালক, ভ্যান অটোরিকশা চালক, পরিবার ও সংসারের খাবার খরচ চালাতে কঠিন দূরাবস্থায় পড়েছেন। এবং মধবিত্ত পরিবারের লোকেরা আরো অসহায় হয়ে পড়েছেন বলে জানা যায়।