নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমির পুর গ্রামে দুই দলের লোকের মাঝে সংঘর্ষে অনন্ত ১০ লোক আহত হয়েছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪ জন অপর আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন, নুরু মিয়ার পুত্র রুবেল মিয়া (২৫), আফছর মিয়া (৩২), বুরহান মিয়া (৬৫), ও আরাফাত উল্লা (৭০)। আহতের মধ্যে গুরুত্বর আহত রুবেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, হাফিজুর রহমান চৌধুরী (শেলু মিয়া) অটোরাইস মিলের কাছে পুকুরের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের আফছর মিয়া ও বুরহান মিয়ার লোকদের মধ্যে সংঘর্ষের সুত্রপাত ঘটে। প্রায় আধা ঘণ্টা সংঘর্ষটি হয় পরে এলাকাবাসী এগিয়ে এসে সংঘর্ষটি নিয়ন্ত্রনে করার চেষ্টা করেন। ঘটনাটির খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই সমীরণ দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সংঘর্ষে উভয় পক্ষের লোক ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসে তাদের কে প্রাথমিক চিকিৎসা করা হয়। গুরুত্বর আহত রুবেল মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।