এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শাহ মোদাচ্ছির হুসেন কল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামিলী ফাউন্ডেশন। সোমবার দুপুর দেড়টার দিকে পুটিজুরী জামে মসজিদ সংলগ্ন শাহ মার্কেটের সামনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ কেজি পেঁয়াজ করে প্রায় ২০০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচাল শাহ ফয়জুল কবিরের সভাপতিত্বে উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আহমেদ তারা মিয়া, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আব্দুল আহাদ, যুবদল নেতা আবরু মিয়া, যুবলীগ নেতা মাসুক মিয়া, রুবেল আহমেদ, শাহজাহান আহমেদ প্রমূখ। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান পুটিজুরী ইউনিয়নের মিরের পাড়া গ্রামের বাসিন্দা শাহ আশফাকুল কবির ইংল্যান্ড থেকে মুঠোফোনে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন, করোনা ভাইরাসের কারণে দিনমজুরদের কাজ কমে গেছে। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াবার এখনই সময়। এই সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তাই আমার ট্রাস্টের পক্ষথেকে প্রায় ২০০টি পরিবারের মধ্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আমরা আরো মানুষকে সহায়তা করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, উক্ত ট্রাস্টের মাধ্যমে দীর্ঘদিন যাবত পুটিজুরী এলাকায় শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।