মোঃ জসিম উদ্দিন
বাস্তবতা!চলছে যেমন যথাতথা
কেড়ে নিয়েছ সামাজিকতা
করেছ একঘরে
উচু শ্রেণি নিচু শ্রেণি বসছে নড়েচড়ে।
নোংরা লোকের পিছু ছুট
বাহাদুরের জিবন লুট
এনে দিয়েছো সচেতনতা
কেড়ে নিচ্ছ প্রাণ
শেখালে পরিস্কার পরিছন্নতা
দৃশ্য তার প্রমান।
বেহায়াপনা লেশমাত্র নেই
আপাদমন্তক আলখাল্লা
বাউল গানের আসর নেই
নেই মাঝিমাল্লা।
মক্কা মদিনা লক ডাউনে
উপসনালয় তাই
নিত্যপণ্য দোকান খোলা
সময়ে যাওয়া চাই।
অশ্লিল নৃত্য, কেচিনো, সমুদ্র দর্শন বন্ধ
ছন্দ হারিয়েছে কতকিছু
শুধু কমছে দুষন বাড়ছে মুক্ত বায়ু।
এসেছে প্রাকৃতিতে প্রাণ
দৃশ্যত! নয় অভিমান
প্রিয়জন সব এড়িয়ে চলে
প্রিয়জনদের চোখ
ভালবাসা সব পালিয়ে গেছে
বাচা মরার রোগ।
রোগ জীবাণু ধ্বংস কল্পে
বাড়িয়েছ নজরদারী
ভয়ে কাপছে বিশ্ব আজ
বন্ধ যুদ্ধ আগ্রাসন রণতরী।
হ্যান্ডশেক কোলাকুলি চলবে না সৌজন্যতা
ইচ্ছে হলেই বের হবে না
ঘুরছেনা যথাতথা।
প্রবাসীরা গর্বের ধন
রেমিটেন্স যুদ্ধা
তাদের থেকে দুরে থাক
বলছে বুদ্ধিজীবী বুদ্ধা।
দেশের ভিতর প্রবাস যারা
ফিরছে নিজ বাড়ি
তারাও আছে সঙ্গনিরোধ
চলছে আহাজারী।
কেউ চিনছেনা কাওকে এবার
যেন ভিনদেশী সব পর
আসছে মানুষ পালাচ্ছে সব
নেই আগের কলরব।
পাড়া প্রতিবেশী দিচ্ছে ঠেলে
দুরে থাকো ভাই
নেই সমাদর সেই সে আদর
বেচে থাকা চাই।
স্বাস্থ্য ব্যবসায় রোগী চাই
রোগীই যেন লক্ষী
ক্লিনিক চেম্বার ব্যবসা ওদের
যানে কাকপক্ষী।
পালিয়েছে সব স্বার্থান্বেষী
ভীরু কাপুরুষের দল
সেবার পেশায় ঝুলছে তালা
পরছে চুড়ি মল।
অসচেতন সব বীরপুরুষগণ
চায়ের আড্ডায় বেশ
সাইরেনের শব্দের আবার হচ্ছে নিরুদ্দেশ।
রাস্তা ঘাট ব্যবসা ছাড়ছি
মসজিদ মন্দির গির্জা
বাড়ির ভিতর দেখছে কেবা
লুড়ু ক্যারামের আড্ডা।
সুযোগ বুঝে পতিত জমি
বানাচ্ছি খেলার মাঠ
ফুলবল, ক্রিকেট মন্দ নয়
পাচ্ছি দর্শক ও আমেজ।
সচেতন বীরপুরুষগণ
করে যাচ্ছে কত রকম কষ্ট
গরিব দুঃখীর খাদ্য বিলায়
ঝরায় ঘাম রক্ত।
আছে তারাই রাজপথেতে
দুঃসময়ে ভাই
তাদের তরে লাল সালাম
জানাই হরহামেসাই।