সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ করোনা ভাইরাস বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত রোগব্যাধির মধ্যে অন্যতম। বাংলাদেশে ইতোমধ্যে তিনজনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এই অবস্থায় সারা দেশের ন্যায় গ্রামীণ জনপদ লাখাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে সর্বোচ্চ সর্তকতা ও প্রয়োজনীয় প্রস্তুতি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অপু কুমার সাহা জানান, ইতোমধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয় সহ সকলের সমন্বয়ে মেডিকেল টিম রয়েছে। সেই সাথে রেডি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। দ্রুত চিকিৎসা সেবার জন্য ০১৭১৪২৯১৫২৯ ও ০১৭৩০৩২৪৭৩২ দুটি জরুরি মোবাইল নাম্বার চালু করা হয়েছে। সন্দেহজনক কোন রোগী পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন- ইতালি, চীন, সিঙ্গাপুর, সৌদি আরব থেকে আগতদের আলাদা করে রাখার ব্যবস্থা করা আছে।