স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বার বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারাম্যান ও বিশিষ্ট সালিশ বিচারক সৈয়দ আহমুদুল হকের মৃত্যুতে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, এমপি অ্যাডভোকেট গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন- হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ডাঃ মুশফিক হুসেন চৌধুরীসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা এম মোখলেসুর রহমান চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফি, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল আমিন ওসমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক শংকর পাল, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মুকিদ, জেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার, জেলা নায়েবে আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ শামছুল হুদা।
শোকবার্তায় অনেকেই সৈয়দ আহমুদুল হককে একজন একজন সাদা মনের মানুষ, সামাজিক ন্যায় বিচারক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন- তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে শালিস বিচারের মাধ্যমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন হবিগঞ্জের গর্ব, হবিগঞ্জের অহংকার। সৈয়দ আহমুদুল হকের মৃত্যুতে হবিগঞ্জে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়।