মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া নামক স্থানে তিন ট্রাকের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে পাথর বোঝাই একটি ট্রাক সিলেট থেকে ছেড়ে আসা (যশোর-ট-১১-৩৭৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক চট্ট মেট্রো-ট-১৬-৫৭৬৮ নম্বর ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় ওই ট্রাকের পেছনে থাকা আরেকটি ট্রাকে (চট্ট মেট্রো-ট-১১-৩৮৯২) ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় সিলেট থেকে ছেড়ে আসা ট্রাকের চালক আহত হয়। আহত চালক হলো মাগুরা জেলার উমাঘাটা গ্রামের আনিছুর রহমান (৪৫)। আহত অন্যান্য চালক ও হেলপার দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মাধবপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই বিপুল বলেন, এ দুর্ঘটনায় প্রায় উভয় দিকে প্রায় ১ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোকে থানায় সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।