বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং নতুনবাজারে ফায়ার সার্ভিস রোডে অবস্থিত আলআমিন ফার্নিচার হাউজে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫টায় ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে ওই ফার্নিচার হাউজে হামলা চালানো হয়। হামলায় আল-আমিন ফার্নিচার হাউজের মালিক বজলু মিয়া গুরুতর আহত হন। এ ঘটনায় আহত বজলু মিয়া ৫জনকে আসামি করে বৃহস্পতিবার দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় আসামিরা হলেন- জাহাঙ্গীর মিয়া (২৮) পিতা হাবিুবর রহমান, সোহাগ মিয়া (২৫) পিতা হাবিবুর রহমান, আলমগীর মিয়া (৩৩) পিতা হাবিবুর রহমান, আবু মিয়া (৪৫) পিতা হাবিবুর রহমান ও সোহেল মিয়া (৩০) পিতা ওয়াহিদ উল্লা। বিষয়টি তদন্ত করে দেখার জন্য বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্তকে দায়িত্ব দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন আল আমিন ফার্নিচারের মালিক বজলু মিয়া তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। একপর্যায়ে আসামিগণ দুইটি মোটরসাইকেল যোগে এসে তার উপর হামলা করে। হামলাকারীরা তার দোকানে রক্ষিত ক্যাশ টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এতে রক্তাক্ত জখম হন বজলু মিয়া। পরে আশেপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হামলাকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে তাদের আওতায় নিয়ে যান।