স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ সদর থানা পুলিশ ও যৌথবাহিনী পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত চোর ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার দুপুর থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শহরের উমেদনগরের চোর হানিফ মিয়া, ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী, সজিব আলী ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি একেএম জাকারিয়া চৌধুরী।

গতকাল বুধবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। সদর থানার ওসি তদন্ত সজল সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।