জুবায়ের আহমেদ ।।বাহুবলে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ৩০ জন আহত হয়েছে। বুধবার ২ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহুবল সদর ইউনিয়নের ইসলামাবাদ ও সাতকাপন ইউনিয়নের হামিদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাগলা কুকুরটি হামিদনগর এলাকার দেড় বছরের শিশু মিনহাকে কামড় দিয়ে সদর ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় প্রবেশ করে। এসময় কুকুরটি নারী, পুরুষ ও শিশু যাকে পেয়েছে তাকেই কামড়ায়। এমতাবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এসে কুকুরটিকে মেরে ফেলে।

কুকুরের কামড়ে আহতদের মধ্যে নাঈম আহমেদ (১০), বোরহান মিয়া (৬), সুলতানা আক্তার (২৫), তানিয়া আক্তার (১৩), সালমা আক্তার (১৫), মোহাম্মদ আলী (২০), বেবি আক্তার (২৫), মিম আক্তার (৫), আবু তালহা (৪) সহ ২৬ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যান্য আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।