
সুমন আহমেদ বিজয় ।। লাখাই’র সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকায় গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
থানা সূত্র জানায়, লাখাই থানার একদল পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় গত মঙ্গলবার সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মুড়াকরি গ্রামের ফুলবাড়িয়া বরজ মিয়ার ছেলে কেরামত আলীকে গ্রেফতার করে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- আসামী কেরামত আলী ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত। বুধবার তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com